রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন কর্তৃক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. নূর-এ-আলম তুহিনের কর্মী ও ভোটারদের ওপর নৃশংস হামলার প্রতিবাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে হুগড়া ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম দুলাল, পৌরসভার সাবেক কাউন্সিলর মির্জা রনি আহমেদ রিঙ্কু, সরকারি এমএম আলী কলেজের অধ্যাপক শামসুল হুদা, টাঙ্গাইল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধক্ষ্য আব্দুর রাজ্জাক প্রমুখ। মানববন্ধনে বক্তরা এই নৃশংস হামলায় জড়িতদের আইনী প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হুগড়া ইউনিয়নে সুষ্ঠ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি জানান। মনববন্ধন শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হুগড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. নূর-এ-আলম তুহিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।