রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলার ৬ ইউনিয়নে ব্যাপক সহিংসার আশঙ্কা করছে এলাকার লোকজন। ঝুঁকিপূর্ণ এ ৬ ইউনিয়ন হলো হাবিলাসদ্বীপ, কচুয়াই, কুসুমপুরা, আশিয়া, কোলাগাঁও ও হাইদগাঁও। ইতোমধ্যে তিন ইউনিয়নে বিক্ষিপ্ত কিছু সংঘের্ষর ঘটনাও ঘটেছে। গত ৯ ডিসেম্বর কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় আ.লীগ মনোনিত প্রার্থী ইব্রাহিম বাচ্চুর কর্মী সমর্থকদের মধ্যে আ.লীগ বিদ্রোহী প্রার্থী নুর উর রশিদ চৌধুরী এজাজের সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়। ১১ ডিসেম্বর হাবিলাসদ্বীপ ইউনিয়নের আ.লীগ প্রার্থী ফৌজুল কবির কুমারের সমর্থকগণ স্বতন্ত্রপ্রার্থী শফিকুল ইসলামের প্রচার গাড়িতে হামলা চালিয়ে মাইক ভাঙচুর করে। এতে একজন সমর্থক আহত হয়। ২০১৬ সালের ইউপি নির্বাচন চলাকালে দায়িত্বরত বিজিবি আ.লীগ প্রার্থী ফৌজুল কবির কুমারের গাড়ি অস্ত্রসহ আটক করে। এসময় প্রার্থী কুমার পালিয়ে যায়। নির্বাচনে ফৌজুল কবির কুমারের প্রতিদ্ব›দ্বী প্রার্থী শফিকুল ইসলাম জয়ী হয়। এবার নির্বাচনে আ.লীগ প্রার্থী কুমার এলাকায় সন্ত্রাসী ও অস্ত্র মজুদ করেছে বলে অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম। হাবিলাসদ্বীপ ইউনিয়নের লোকজন নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কা করছে। কচুয়াই ইউনিয়নে গত ১৩ ডিসেম্বর আ.লীগ প্রার্থী ইনজামুল হক জসিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান বাবুর মাইক ও গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কচুয়াই ইউনিয়নের দুই প্রার্থী প্রভাবশালী হওয়ায় নির্বাচনের দিন ব্যাপক সহিংসতার আশঙ্কা করছে ভোটারগণ। পটিয়ার ১৭ ইউনিয়নের মধ্যে শোভনদন্ডী, বড়লিয়া, দক্ষিণভ‚র্ষি, ইউনিয়নে আ.লীগের ৩ প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছে। ২৬ ডিসেম্বর ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য ভোটারগণ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।