রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নরসিংদীর আমদিয়া ইউনিয়নের বেলাটি গ্রামে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ওহী আইডিয়াল মাদরাসার পুরস্কার বিতরণ ও ৫ম তাহফিযুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠান গত শনিবার দারুল ওহী মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এ মহতি অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, শায়েখ মাহমুদুল হাসান আল মাদানী। প্রধান অতিথি ছিলেন, হাজী আবেদ কলেজের অধ্যক্ষ এ কে আহসান মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল ওহী আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. ইমাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন দারুল ওহী আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. ইমাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন দারুল ওহী আইডিয়াল মাদরাসার সদস্য ইরফান হোসেন নাফি, গোয়ালদী সাকিয়াতুন নেছা ইসলামিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমীন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন এ দ্বীনি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মাহবুবার রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি এ. কে আহসান মাহবুব বলেন, আপনার সন্তানদেরকে অসুস্থ প্রতিযোগিতায় শিক্ষিত করবেন না। তাদেরকে আলোকিত ও ভাল মানুষ হিসেবে গড়ে তুলুন। তা হলেই আপনার সফলতা আসবে। দুনিয়াতেও শান্তি পাবেন পরকালেও মুক্তি পাবেন।
এ মাদরাসায় এ বছর ৬জন ছাত্র হিফজ শেষ করে পাগড়ি পড়েছে। তারা হলেন, শেখ আফসার তুহিন, আবদুর রহিম, মাহীর আজমাল, ইবরাহিম তাহসান ইসলাম, সাজিদ মিয়া ও মোস্তফা আহমাদ সাহিত্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।