Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় বিত্রনপির সাংগঠনিক সম্পাদক আকমাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ৭:১০ পিএম

ফরিদপুর ৪ আসনের (সদরপুর- চরভদ্রাসন) সাবেক সংসদ সদস্য, আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী আকমল ইবনে ইউসুফের জানাজার নামাজ রবিবার (১৯ ডিসেম্বর) আছরের নামাজ বাদ সম্মন্ন শেষে, তার পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

মরহুমের আপন দুই বড় ভাই সাবেক মন্ত্রী, মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং বাংলাদেশ হকি জাতীয় দলের প্রথম ক্যাপটেন স্বর্ণপদক পদক প্রাপ্ত খেলোয়ার, মরহুম চৌধুরী সাব্বির ইউসুফের পাশে আকমাল ইউসুফ কে দাফন করা হয়।

মরহুম আকমাল ইবনে ইউসুফ গতকাল রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি---রাজিউন।

প্রসঙ্গতঃ ৯০ সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্তজন হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন উপমহাদেশের রাজনৈতিক কিং মেকার খ্যাত বিশিষ্ট রাজনীতিক মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার তৃতীয় পুত্র এবং সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ছোট ভাই। এক সময় তিনি তার নির্বাচনী এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা ছিলেন। সদরপুর-চরভদ্রাসনের অসংখ্য মানুষ এখনও আকমল ইউসুফের নেতৃত্বের শুন্যতা অনুভব করে।
এই নিয়ে মোহন মিয়ার ৭ ছেলের ৩ জন চলে গেলেন না ফেরার দেশে। গতকাল রবিবার ছিল, সাবেক মন্ত্রী মরহুম কামাল ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান। ঠিক একদিনে তার আপন ছোট ভাইর চলে গেলেন না ফেরার দেশে। শেষ ক
আকমল ইউসুফের এই আকস্মিক মৃত্যুতে ফরিদপুরে সকল স্তরের মানুষ গভীর শোকাহত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ