Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসস’র সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অরুন ব্যানার্জী আর নেই

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ৬:৪৩ পিএম

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অরুন ব্যানার্জী (৭৫) আর নেই।

রোববার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি সাতক্ষীরা জজ কোর্টের খ্যাতনামা আইনজীবী ছিলেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

সাংবাদিক অরুন ব্যানার্জী প্রয়াত দেশ বরেণ্য সাংবাদিক সুনীল ব্যানার্জীর ভাই।

এছাড়া তার ভাই কল্যাণ ব্যানার্জি দৈনিক প্রথম আলো’র স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) ও বরুণ ব্যানার্জী একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এদিকে, সাংবাদিক অরুণ ব্যানার্জীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ঐক্য’র আহবায়ক সুভাষ চৌধুরী ও সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমনসহ সকল সদস্য, সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ