Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ফাইজারের বুস্টার ডোজ উদ্বোধন

দেশে টিকার কোনো সঙ্কট নেই : মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

বুস্টার ডোজের টিকা প্রদান সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আজ রোববার থেকে ঢাকার মহাখালী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে (বিসিপিএস) পরীক্ষামূলকভাবে শতাধিক মানুষকে করোনাভাইরাসের বুস্টার ডোজের টিকার ট্রায়াল দেয়া হবে। ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে শুরু করা হবে। এটাই ডব্লিউএইচও অনুমোদন দিয়েছেন। এই কার্যক্রম বেশ কয়েক দিন চলমান থাকবে। সম্মুখ সারির পাশাপাশি ছয় মাস থেকে ৯ মাস আগে যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের বুস্টার ডোজের অগ্রাধিকার দেওয়া হবে।

গতকাল মানিকগঞ্জ সদর উপজেলার মন্ত্রীর নিজ এলাকা গড়পাড়া শুভ্র সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ডেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের টিকার কোন সঙ্কট নেই। সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। আগামী মাসে আরো দুই কোটি টিকা আসবে। তাই টিকার কোন সঙ্কট হবে না। ডব্লিউএইচও থেকে মোট আমরা ৪ কোটির অর্ডার দিয়েছি। ইতোমধ্যে বেশ কিছু টিকা পেয়েছি, আগামীতে আরও তিন কোটি পেয়ে যাব। আমাদের দেশে ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে ২৪ কোটি টিকার প্রয়োজন। এর মধ্যে আমরা ১৬ কোটি টিকা পেয়ে গেছি।

ওমিক্রনের সচেতনতা সম্পর্কে মন্ত্রী বলেন, ওমিক্রন খুবই সংক্রমণ করে। ওমিক্রন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে। ওমিক্রন মেকাবেলায় যা যা করণীয় আছে তা আমরা করেছি। জেলা প্রশাসনগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে বিদেশ থেকে যারা আসবে তাদের যেন কোয়ারেন্টিনে রাখা হয়। যারা বিদেশ থেকে আসবে তাদের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। যেটা আগে ৭২ ঘণ্টা ছিলো। সেটা নামিয়ে আনা হয়েছে। এছাড়া যারা সীমান্ত দিয়ে আসবে তাদের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারপরও সবাইকে সর্তক থাকতে হবে। টিকা নিলে যে কোন ভাইরাস থেকেই রক্ষা পাওয়া যায়। কাজেই টিকা নিয়ে নিবেন। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।

আলোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার নিজস্ব তহবিল থেকে ২৪টি উচ্চ বিদ্যালয়ের ৭২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন। এছাড়া ৯২ পরিবারকে ডেউটিন ও তিন হাজার টাকা এবং ৫ হাজার শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ