Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন শনাক্ত ১২২ : মৃত্যু ৪

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

দেশে শনিবার করোনা শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারে বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ১২২ নতুন রোগী শনাক্ত এবং ৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। আগের দিন ১৯১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয় ২ জনের। নতুন ১২২ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২। আর আরও চারজনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৪ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষা হয়েছে ১ কোটি ১২ লাখ ৪৮ হাজার ৭৪২টি নমুনা। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ হয়েছে, যা আগের দিন ছিল ১ দশমিক ১৭ শতাংশ ছিল। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত এক দিনে শনাক্ত নতুন রোগীদের ১০০ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৮১ শতাংশের বেশি।

যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের, দুজন খুলনা বিভাগে এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। বাকি পাঁচ বিভাগে কারও মৃত্যু হয়নি এক দিনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ