Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ৪ দফা দাবি শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

৭০% সিলেবাস নয় ৫০% সিলেবাস চাই, সিলেবাসের ওপর সময় নির্ধারন, গ্রæপিয়াল বিষয়ে পরীক্ষা। করোনা অজুহাত না দেখিয়ে এইচএসসি পরীক্ষা ২০২২ এর পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন জারির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে এইচএসসি পরীক্ষার্থী। গতকাল শনিবার দুপুরে মাইজদী টাউনহল মোড়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে তারা একটি র‌্যালী বের করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধন ও র‌্যালীতে নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, চৌমুহনী সরকারি এসএ কলেজ, কবিরহাট সরকারি কলেজ, ন্যাশনাল মডেল কলেজ, মাইজদী পাবলিক কলেজ, বাধেরহাট কলেজসহ বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাদের সাথে একাত্বতা প্রকাশ করে কয়েকজন অভিভাবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মাববন্ধনে বক্তব্য রাখেন, অভিভাবক ফখরুল ইসলাম, পরীক্ষার্থী কামরুল হাসান শাকিল, তারেক আহমেদ তৌহিদ, ফাহাদ, শান্তা ও রমিজ ফরাজীসহ অনেকে। বক্তারা বলেন, আমাদের আগের ব্যাচের পরীক্ষার্থীরা সরাসরি ক্লাস করে মাত্র ৩টি বিষয়ের পরীক্ষা দিয়েছে। কিন্তু আমরা মাত্র ৬মাস ক্লাস করে কেন ৭০% সিলেবাসে পরীক্ষা দেব। আমরা এ বৈষ্ণম্যের নিন্দা জানায়। আমাদের এ ৪দফা দাবি মেনে না নেওয়া হলে আমরা আরও কঠোর আন্দোলন করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ