প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মো. মনোয়ার হোসেনকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২০ প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাতে তেজগাঁওস্থ চ্যানেল আইয়ের চেতনা চত্বরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ পদক প্রদান করা হয়। বিজয়ে পঞ্চাশ আর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য পরিবেশবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রজাপতি, মৌমাছি, ফড়িংসহ বিভিন্ন কীটপতঙ্গ সংরক্ষক ও গবেষক ড. হোসেনের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী। মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, প্রকৃতি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষার মুল সমস্যা হলো অধিক জনসংখ্যা। যার কারণে আমরা প্রতিনিয়ত ধ্বংস করছি বন, পাহাড় ও বন্যপ্রাণীদের। কিন্তু আমরা এই বিষয়গুলো ঠিক মতো বুঝতেই পারছি না। বন ও পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক বিষয়ে তিনি আরো বলেন, প্রান প্রকৃতির রক্ষায় মুকিত মজুমদার বাবু দীর্ঘদিন থেকেই কাজ করে আসছে। তার এই কাজ আমাদের পরিবেশ রক্ষায় বিশেষ ভুমিকা রাখছে। পদক পাওয়ার অনুভূতি প্রকাশ করে ড. মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি একটি ছোট পতঙ্গ। প্রকৃতির এইসব অনুষঙ্গকে ভালোবাসতে হবে। কারণ আমাদের চিরচেনা প্রকৃতিতে এসব পতঙ্গের নানা রকমের কর্মকান্ড রয়েছে। তাই এদের সংরক্ষণ ও নিরাপত্তা প্রদানের দায়িত্বও আমাদের। বন্যপ্রাণী রক্ষায় আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। আমার চলমান কাজকে আরো উৎসাহিত করবে আজকের এই পদক। পদক প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। তিনি বলেন, বন্য প্রাণী আমাদের খাবার টেবিলে চলে এসেছে। যার কারণেই করোনার মত মহামারি মানব জাতিকে হানা দিচ্ছে। এখনো যদি আমরা প্রকৃতির প্রতি সচেতন না হই, তাহলে আগামীতে আরো বড় কোন দুর্যোগ আমাদের দেখতে হবে। তাই আগামী প্রজন্মের কথা ভেবে আমাদের সবাইকে প্রকৃতিকে সচেতন ভাবেই ভালোবাসতে হবে। অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এক লাখ টাকার সন্মাননা চেক এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের সনদপত্র তুলে দেওয়া হয় ড. মনোয়ার হোসেনের হাতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।