প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকান্ডের হৃদয়বিদারক ঘটনা নিয়ে রায়ের বাজার বধ্যভূমি প্রাঙ্গণে গতকাল সন্ধ্যা ৭ টায় মঞ্চস্থ হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাটক ‘চোখ বাঁধা মাইক্রোবাস ও শূন্যতার গল্প’। নাটকটি রায়ের বাজার বধ্যভ‚মিতে সংগঠিত সেই গণহত্যাকে কেন্দ্র করে লেখা। মূলত ১৯৫২ সাল থেকে ৭১ সাল পর্যন্ত বাঙালি বুদ্ধিজীবীদের কর্ম দেখানো হয়েছে। দেখানো হয়েছে বুদ্ধিজীবীদের প্রতি পাকিস্তানিদের ক্ষোভ, রাজাকার-আলবদরদের সহায়তায় তাদের ধরা এবং অমানুষিক নির্যাতনের মাধ্যমে তাদের হত্যা করা। সেদিন যাদের মরদেহ পাওয়া গিয়েছিলো, তারা যেমন নাটকে আছেন, যাদের মরদেহ কোথাও পাওয়া যায়নি তারাও আছেন। গল্পের ব্যাপারে নাট্যকার মাহফুজা হিলালী জানান, বুদ্ধিজীবী হত্যা হয়েছিলো- এ কথা সবাই জানেন, কিন্তু অনেকেই জানেন না, বাঙালি জাতিসত্তাকে বিশ্বের বুকে সুপ্রতিষ্ঠিত করতে তারা কী কী করেছিলেন। বাংলা ভাষা রক্ষা এবং বাংলাদেশ গঠনে তাদের অক্লান্ত পরিশ্রম এবং সচেতন প্রয়াসের কথাও জানেন না অনেকে। মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবী, গণহত্যা, স্বাধীনতা-এই শব্দগুলো এখন সর্বত্র প্রবাহিত হচ্ছে, কিন্তু এর গভীরতা কতটুকু তা পৌঁছে দেওয়া হচ্ছে না নতুন প্রজন্ম এবং সাধারণ মানুষের কাছে। সঙ্গত কারণে দেশপ্রেম এবং মূল্যবোধের শেকর থেকে ছিটকে পড়ছে মানুষ। চোখবাঁধা মাইক্রোবাস এবং শূন্যতার গল্প নাটকে দেশপ্রেম এবং মূল্যবোধের সুগভীর তল এবং মূল শেকড় খোঁজার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নাটকটি রচনা করেছেন ড. মাহফুজা হিলালী। নির্মাণ করেছেন আমিনুর রহমান মুকুল। নির্দেশকের সহযোগী হিসেবে কাজ করেছেন সেলিম হায়দার ও কামরুজ্জামান তাপু। সেট নির্মাণে আলি আহমেদ মুকুল, কোরিওগ্রাফিতে অনিকতে পাল এবং আবহ সঙ্গীত করেছেন অজয় দাশ। নাটকে অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুলসহ ৮৫ জন শিল্পী। পোস্টার ডিজাইন করেছেন চারু পিন্টু ও আমিনুর রহমান মুকুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।