Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্যিক অমৃতা প্রিতমের ভূমিকায় সানিয়া মালহোত্রা!

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ এবং ‘পাগলেট’-এর অসামান্য পারফরমেন্সের পর মাইগø্যাম ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২১তে মনোনয়ন লাভের পর সানিয়া মালহোত্রার দিগন্ত আরও বড় হয়েছে। এখন শাহরুখ খানের বিপরীতে তার সাহিত্যিক অমৃতা প্রতিমের ভূমিকায় অভিনয়ের একটি বড় সম্ভাবনা সৃষ্ট হয়েছে। সানিয়া বলেন, ‘আমি পরম আনন্দিত আর কৃতজ্ঞ। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২১তে আমি কঙ্কণা সেন শর্মার কাছে হেরেছি। কিন্তু তার সঙ্গে মনোনয়ন পাওয়াও একটি বড় সম্মান।’ একটি বায়োপিকে অমৃতা প্রতিমে ভূমিকায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী। এজন্য তিনি কোনও ডভাব খাটাচ্ছেন কীনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, তবে কেউ ডভাব খাটালে আমি খুশী হব। আমি মনে করি, অমৃতা ডতিমের ভূমিকায় অভিনয়ের সুযোগ একটি বড় সম্মান। আমি এমন কোনও অফার পাইনি, তবে আশা করছি।’ খবরে প্রকাশ, শাহরুখ খানের অভিনয়ে তার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উর্দু কবি সাহির লুধিয়ানবির (ওরফে আবদুল হাই) জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবে। সাহির আর অমৃতার মাঝে প্রেম ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ