Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাইম ভিডিওতে ‘জ্যাক রিচার’ সিরিজ

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

টম ক্রুজের অভিনয়ে জ্যাক রিচারকে নিয়ে দুটি ফিচার ফিল্মের পর এবার ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। এতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন অ্যালান রিচসন। সিরিজটি নির্মিত হচ্ছে ব্রিটিশ লেখক জিম গ্র্যান্টের ‘কিলিং ফ্লোর’ উপন্যাস অবলম্বনে, গ্র্যান্ট লি চাইল্ড নামে লিখে থাকেন। অবসরপ্রাপ্ত মিলিটারি পুলিশের তদন্তকারী রিচার কোনও প্রযুক্তির সহায়তা বাদ দিয়েই যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়ায়। সে জর্জিয়ার মারগ্রেভ শহরে এসে শহরে একটি খুনের ঘটনা তদন্তে জড়িয়ে পড়ে, ২০ বছর পর এই শহরে এটি প্রথম হত্যাকান্ড। প্রত্যক্ষদর্শীদের দাবি তারা রিচারকে ঘটনাস্থলে দেখেছে, এর ফলে পুলিশ তাকে গ্রেফতার করে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তদন্ত শুরু করে। ‘স্করপিয়ন’ ও ‘প্রিজন ব্রেক’ খ্যাত নিক স্যান্টোরা চিত্রনাট্য লেখার পাশাপাশি নির্বাহী প্রযোজনা করবেন। টিভি তারকা রিচসন ‘স্মলভিল’ ও ‘টাইটান্স’ সিরিজে সুপারহিরো ভূমিকায় অভিনয় করেছেন। ‘জ্যাক রিচার’ সিরিজের প্রথম সিজনে আরও অভিনয় করবেন ম্যালকম গুডউইন, উইলা ফিটজেরাল্ড, ক্রিস ওয়েবস্টার, হিউ থমসন, মারিয়া স্টেন, হার্ভি জিলেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ