Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিরিক্ত পর্যটকের চাপঃ কক্সবাজার শহরে নাকাল অবস্থা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৬:২২ পিএম

সপ্তাহিক দুই দিনের ছুটির সাথে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর অতিরিক্ত একদিন ছুটি সহ তিন দিনের ছুটিতে ব্যাপক পর্যটক সফর করেছেন কক্সবাজারে। এই ব্যাপক পর্যটক সামাল দিতে হিমশিম খেয়ে উঠেছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং হোটেল-মোটেল মালিক কর্তৃপক্ষ ও

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যবেক্ষকদের মতে গত তিন দিনে মৌসুমের সর্বাধিক সংখ্যক ৫ লাখ
পর্যটক ভ্রমণ করেছেন কক্সবাজারে। এসময় সৈকতসহ বিনোদন কেন্দ্র ছাপিয়ে দোকানপাট, রাস্ত-ঘাট সর্বত্র মানুষ আর মানুষে নাকাল অবস্থা গেছে শহরবাসীর।

হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির হিসাব মতে দুই লক্ষাধিক পর্যটকদের জন্য একসাথে আবাসনের ব্যবস্থা রয়েছে কক্সবাজারে। গত তিনদিনে অতিরিক্ত পর্যটক আসায় অনেকেই হোটেলে থাকতে পারেননি। হাজারো পর্যটককে রাত যাপন করতে হয়েছে গাড়িতে, রাস্তায় অথবা আত্মীয় স্বজনের বাসাবাড়িতে। এই অতিরিক্ত পর্যটক এর চাপে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে সংশ্লিষ্ট সবাইকে।

এই সুযোগে কিছু কিছু হোটেল রেস্টুরেন্ট ও পরিবহন সংস্থা পর্যটকদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে টুরিস্ট পুলিশ কর্তৃপক্ষ কলাতলী বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে কিছু কিছু পর্যটকদের কে তাদের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়েছেন।
এপ্রসঙ্গে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, অতিরিক্ত পর্যটক আগমনের সুযোগে কিছু কিছু হোটেল রেষ্টুরেন্টে গলাকাটা ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে। অভিযান চালিয়ে অতিরিক্ত টাকা সংশ্লিষ্ট পর্যটককে ফেরত দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম সিকদার বলেন, সাপ্তাহিক দুইদিনের ছুটির সাথে অতিরিক্ত সুবর্ণজয়ন্তীর ছুটিতে কক্সবাজারে আশানুরূপ পর্যটক এসেছেন। তবে কিছু কিছু মিডিয়ায় অতিরঞ্জিত সংবাদ পরিবেশিত হয়েছে। এতে করে কক্সবাজার সম্পর্কে কিছু ভুল তথ্য পরিবেশিত হয়েছে। যা কাম্য নয়। তিনি আরো বলেন, বৃহস্পতিবার একদিন পর্যটক এর অতিরিক্ত চাপ থাকলেও শুক্রবার শনিবার তা কমে গেছে এবং অনেক রুম খালি ছিল। অতিরিক্ত রুম ভাড়া নেয়ার বিষয়ে তারা তদারকি করছেন বলেও জানান আবুল কাশেম সিকদার।
এদিকে গত তিনদিনে অতিরিক্ত পর্যটক এর চাপে কক্সবাজারে আগত পর্যটকসহ শহরের স্থানীয় অধিবাসীদের ব্যাপক ভোগান্তি হয়েছে। একদিকে নিত্য প্রয়োজনীয় মালামাল এর অতিরিক্ত মূল্য বাড়ার পাশাপাশি শহরের চলমান উন্নয় কাজে দোকানপাট রাস্তাঘাটে দীর্ঘ সময় যানজট ভোগান্তি আরো বেড়েছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ