Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বড় বাজেটে স্বাধীনতার সুর্বণজয়ন্তীর আয়োজন, উপস্থিত থাকবেন নানক-মমতাজ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৫:১১ পিএম | আপডেট : ৫:১৩ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিলেটে সব চেয়ে বড় বাজেটে অনুষ্ঠান আয়োজন করবেন সিলেট-৩ আসনের তরুণ সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। আগামী বুধবার ২২ ডিসেম্বর দক্ষিণ সুরমার চন্ডিপুলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্টিত হতে যাচ্ছে বিরাট এ আয়োজন। জমকালো আয়োজনে যোগ দিতে সিলেট আসছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সুর সম্রাজ্ঞী খ্যাত শিল্পী মমতাজ এম.পি।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে দেশের অন্যতম শিল্পী মমতাজ গান পরিবেশন করবেন। এ অনুষ্ঠানকে সফল করতে দক্ষিণ সুরমা উপজেলাজুড়ে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সড়কের প্রতিটি মোড়ে মোড়ে প্লে­কার্ড, শুভেচ্ছা ব্যানার ও বাতির লাগিয়ে অনুষ্ঠানকে নতুনভাবে রূপ দেওয়া হয়েছে। সব মিলিয়ে সিলেটের সবচেয়ে বড় বাজেটে পালিত হবে এ অনুষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ