Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনাক্ত ১৯১, মৃত্যু ২

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৯১ জন। নতুন শনাক্ত হওয়া ১৯১ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। মারা যাওয়া দুই জনকে নিয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন সুস্থ হয়ে উঠলেন। একই সময়ে রোগী শনাক্তের হার এক দশমিক ১৭ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক সাত শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ। এছাড়া করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ১৭৮টি, আর পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৩১০টি।

অধিদফতরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১২ লাখ ৩৪ হাজার ৭৭১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ২৩ হাজার ৪১৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ লাখ ১১ হাজার ৩৫৪টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনই পুরুষ। এদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৩৯ জন, আর নারী ১০ হাজার ১০৪ জন। মারা যাওয়া দুই জনই ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে। তাদের একজন ঢাকা বিভাগের, আরেকজন রংপুর বিভাগের। তারা সরকারি হাসপাতালে মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ