Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

নির্বাচনে তৈমূর আলম খন্দকারকে স্বাগত জানালেন আইভী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ১০:৩০ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, আমি তৈমূর আলম খন্দকার কাকাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারী আপনার সাথে আমি নির্বাচন করবো। চাচা ভাতিজি নির্বাচন করবো। এটা হবে কাকা ভাতিজীর নির্বাচন।

তিনি বলেন, মানুষ যাকে চয়েজ করে তিনিই নির্বাচিত হবেন। তারপরেও আমি বলবো আপনি আলী আহমদ চুনকার শিষ্য ছিলেন। আমি সব সময় সত্যের পক্ষে আছি সত্য বলি আপনিও সত্য কথা বলবেন। মিথ্যা অভিযোগ দিবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ বলেন, বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হত। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ এখন সুন্দর মনোরম। আমি মিথ্যা বলি না। ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলবো না।’ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস আয়োজিত ফুটবল খেলা শেষে রাতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইভী বলেন, আমাকে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। কিন্তু আমি আপনাদের আইভী। আমি আপনাদের কন্যা, আপনাদের মেয়ে। আমার বাবাও আপনাদের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আমি আপনাদের চুনকার মেয়ে আইভী। আমি কোনো ভুল করলে ক্ষমা করবেন। আমাকে আরেকবার ভোট দিবেন। আমাকে আরেকবার সেবা করার সুযোগ দিবেন। আপনারা নৌকাকে ভোট দিবেন আপনাদের আইভীকে ভোট দিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ