Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর শহরজুড়েই অটোরিকশার স্ট্যান্ড

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থানে সড়কের ওপর ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। অনুমোদনহীন এসব স্ট্যান্ডের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন অভিযোগ পথচারী ও অন্যান্য যানবাহন চালকদের। তারা সড়কের ওপর থেকে এসব স্ট্যান্ড অপসারণের দাবি জানিয়েছেন।

সৈয়দপুর পৌরসভার লাইসেন্স শাখা সূত্রে জানা যায়, শহরে এক হাজার ৩১০টি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন রয়েছে। সেখানে চলাচল করছে চার হাজারের বেশি।

সরেজমিনে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ শেরেবাংলা সড়কের তামান্না সিনেমা হল, কিছুক্ষণ মোড়, শপিংকমপ্লেক্স সৈয়দপুর প্লাজার সামনে, ২নং রেলওয়ে গুমটি, থানার সামনে, রেলওয়ে স্টেশনের পেছনে সড়কের ওপর রয়েছে অটোস্ট্যান্ড। এছাড়া বঙ্গবন্ধু চত্বর থেকে দক্ষিণে শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা (বিমানবন্দর) সড়কে ৫০ গজের মধ্যে তিনটি, শহীদ তুলশিরাম (দিনাজপুর) সড়কের ১০০ গজের মধ্যে ৫টি, বঙ্গবন্ধু চত্বর থেকে পূর্ব দিকে বাসস্ট্যান্ড পর্যন্ত ৪টি, শহীদ ডা. জিকরুল হক সড়কে ৫টি স্থানসহ শহরের বিভিন্ন পয়েন্টে সড়কের ওপর অটোস্ট্যান্ড গডে উঠেছে।

এসব স্ট্যান্ডের কারণে সডকে অন্যান্য বাহন ও মানুষ চলাচল করতে কষ্টকর হয়ে পড়েছে। আবার স্ট্যান্ডগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ছেড়ে যাওয়ার খানিক পরপর সড়কের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে থাকে। এতে প্রতিমুহূর্তেই যানজটের সৃষ্টি হচ্ছে।

মাইক্রোচালক ইমারান হোসেন বলেন, সড়কের ওপর যেখানে-সেখানে এভাবে অটো রিকশার কারণে স্বভাবিকভাবে গাড়ি চালানো যাচ্ছেনা।

সৈয়দপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক হানিফ উদ্দীন বলেন, সড়কের ওপর অবৈধ এসব স্ট্যান্ডের কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে প্রতিনিয়ত। জনগণের সুবিধার্থে এসবের বিরুদ্ধে ব্যবস্থা ট্রাফিক পুলিশকেই নিতে হবে।

সৈয়দপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক আবু নাহিদ পারভেজ বলেন, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও অনিবন্ধনকৃত অটো আটক অভিযান শিগগিরই শুরু করা হবে। এ ব্যাপারে সহযোগিতা চেয়ে বেশ কয়েকবার সৈয়দপুর পৌর মেয়রকে বেশ কয়েকবার চিঠি দেয়া হয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ আজ অবধি নির্ধারিত কোন স্থানে স্ট্যান্ড গড়ে তুলতে পারেননি।

এ ব্যাপারে সৈয়দপুর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, গোটা শহর গড়ে ওঠেছে রেলের জায়গায়। পৌরসভার সাথে রেলে কর্তৃপক্ষের জমি সংক্রান্ত মামলা দীর্ঘদিন থেকে আদলতে চলমান। তাই চাইলেও অনেক কিছু করা যায় না। তবে খুব শিগগিরি ফাঁকা নির্ধারিত কিছু জায়গায় অটোস্ট্যান্ড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ