Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকায় গত বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জেল হোসেন (২৪) নামের এক যুবক মারা গেছে। নিহত মোফাজ্জেল হোসেন একই এলাকার এরফান উদ্দিন মুন্সীর ছেলে।

জানা গেছে, সকালে নিজ বাড়ি মোটরের সমস্যা দেখা দিলে মোফাজ্জেল মোটর মেরামত করতে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে যায় মোফাজ্জেল। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াজ মাহমুদ জানান, বিদ্যুতায়িত এক যুবককে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। আমরা চেকআপ করে দেখি ওই যুবক মারা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ