রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি মার্কেটে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পৌরশহরে পুরাতন বাজার সিএনজি স্টেশনের সামনের একটি মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি রেঁস্তোরা, সেলুন, হার্ডওয়ারের দোকানসহ ১২টি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে কসবা, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থেকে ফায়ার তিনটি ইউনটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত।
কসবা থানার ওসি আলমগীর ভ‚ইয়া জানান, জনতা টাওয়ার পাশে একটি মার্কেটে আগুনের সূত্রপাত্র ঘটে। আগুনে তীব্রতায় প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি আগুনে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।