Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও মা বোনদের ইজ্জত দিতে হচ্ছে : খুলনায় ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ১:৩০ পিএম

মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর উদ্যোগে পাওয়ার হাউজ আইএবি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় বৃহস্পতিবার রাতে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের হাজারো মা-বোনের ইজ্জত ও রক্তের বিনিময়ে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও আমরা দেখছি মা বোনদের ইজ্জত দিতে হচ্ছে। এদেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই, ভোটাধিকার হরণ করা হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাড়ি গিয়ে ভাংচুর চালানো হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মারধর ও হুমকি দেওয়া হচ্ছে।
তারা আরো বলেন, এসব খুন, গুম, ধর্ষণ বন্ধ না করলে দেশের জনগণ পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনবে। পরিশেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক গাজী ফেরদাউস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান, মাওলানা নিজাম মল্লিক, মোঃ আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন মিয়া ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ মঈনুল ইসলাম, মোঃ টিপু সুলতান প্রমুখ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ