বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রায় চার হাজার সেনা সদস্য শপথ নিয়েছেন। মুজিববর্ষে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়াতে এ শপথ নিলেন সেনা সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সাথে কণ্ঠ মিলিয়ে তারা এই শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী এই শপথ পাঠ করানোর হয়। বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নূরুল আনোয়ার নেতৃত্বে এ শপথ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে মেজর জেনারেল মোহাম্মদ নূরুল আনোয়ার বলেন, স্বাধীনতার চেতনা যেন আমরা বুকে ধারণ করি। বঙ্গবন্ধুর আদর্শ যেন বুকে ধারণ করি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে সমৃদ্ধি ও উন্নতির দিকে নিয়ে যেতে পারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।