Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝলমলে আলোকসজ্জায় আলোকিত খুলনা নগরী

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৮:০২ পিএম

বিজয়ের সুবর্ণ জয়ন্তীকে বরণ করতে খুলনা মহানগরী সেজেছে বর্ণিল সাজে। রঙ-বেরঙের ঝলমলে আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে গোটা নগরী। লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোকসজ্জা যেন এক উজ্জ্বল পতাকা।খুলনা শহরের প্রধান সড়কের পাশাপাশি গলিগুলোও শোভা পাচ্ছে ঝলমলে আলোকসজ্জায়। এমন দৃশ্যে মুগ্ধ নগরবাসী। বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে নগরের ফুলবাড়িগেট, দৌলতপুর, নতুন রাস্তা মোড়, নিউ মার্কেট, শিববাড়ি মোড়, রেলস্টেশন, ডাকবাংলা মোড়, শহিদ হাদিস পার্ক এলাকা, ময়লা পোতা মোড়, রয়েল মোড়, সার্কিট হাউজ, নগরভবন, ডিসির বাংলো এলাকাসহ বিভিন্ন ব্যাংক, বীমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া সাজানো হয়েছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয়েছে নগরীর আইল্যান্ডগুলো। নগরজুড়ে শোভা পাচ্ছে লাল-সবুজের আলোকসজ্জা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ