Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর পৌরসভায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৬:৫৮ পিএম

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোর পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে যশোর পৌরসভার মূল ভবনের সামনে এই ভাস্কর্য উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর পৌর সভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহাংগীর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একে এম খয়রাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, বাংলাদেশ লিবারেশন ফোর্স-মুজিব বাহিনীর (বিএলএফ) বৃহত্তর যশোর জেলার অধিনায়ক আলী হোসেন মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ, পৌর সভার সচিব আজমল হোসেনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা। পরে উপস্থিত অতিথিবৃন্দ নবনির্মিত ভাস্কর্যে ফুলের শ্রদ্ধা জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ