বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় লাল-সবুজে মিশে রয়েছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এ পতাকা পুরো দেশকে ধারন করে তার বুকে। আর এ স্বাধীনতা দিবসেই সঠিক ব্যবহার হয়নি জাতীয় পতাকার। অধিংকাশ স্থানে ত্যাড়া বাঁকা করে টানানো হয়েছে পতাকা। অনেকে আবার পতাকাই টানায়নি। অনেকে আবার পতাকার সঠিক মাপও জানেননা। অনেকে আবার পুরান এবং ছেড়া পতাকাও টানিয়েছেন। এ বিষয়টিতে ব্যথিত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কলাপাড়া পৌর শহরের নতুন বাজারের বেশ কয়েকটি দোকানে একেবারেই পতাকা টানানো হয়নি। অনেকে প্লাষ্টিকের পাইপের সাথে বাঁকা করে পতাকা টানিয়ে রেখেছে। অনেকে আবার বিল্ডিংয়ের উপরে রডের সাথে টানিয়েছেন পতাকা। এছাড়া পৌর শহরের চৌরাস্তা, পুরান বাজার, সদর রোড, মহিপুর, কুয়াকাটা ও ধুলাসারের বেশির ভাগ প্রতিষ্ঠানে পতাকার সঠিক ব্যবহার হয়নি। এ নিয়ে প্রশাসনের তেমন মনিটরিংও লক্ষ্য করা যায়নি।
জাতীয় পতাকার বিধিমালা-১৯৭২(সংশোধিত ২০১০) এ বলা আছে, জাতীয় পতাকা গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ ফুট দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। এবং লালবৃত্তটি ঠিক কোন অংশে থাকবে, সেটিও উল্লেখ করা আছে।
কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদিউর রহমান বন্টিন জানান, স্বাধীনতা দিবসে দন্ডায়মান বাঁশের মাথায় পতাকা টানাতে হবে। বাঁকা কিংবা ত্যাড়া বাঁশের সাথে পতাকা টানানো যাবেনা। কিন্তু অধিকাংশ দোকান কিংবা প্রতিষ্ঠানে ছোট পাইপ অথবা ভাঙা বাঁেশর সঙ্গে বাঁকা অবস্থায় ঘরের উপর দিয়ে পতাকা ঝুলিয়ে রাখা হয়েছে। এছাড়া অনেকে চিকন পাইপের সাথে পতাকা টানানো হয়েছে। যেটা ঝুকে নিচের দিকে নেমে আসছে। এটা অন্যায়। জাতির প্রতি অবজ্ঞা। এ ধরনের কর্মকান্ড আমাদের মুক্তিযোদ্ধারের ব্যথিত করেছে। পতাকার সঠিক ব্যবহারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎ বন্ধু মন্ডল বলেন, পতাকার সঠিক ব্যবহারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।