Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবুল হায়াতের পরিচালনায় ‘সালাম কমান্ডার’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৫:২৪ পিএম | আপডেট : ৫:৩৫ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২১

শুধু অভিনেতা হিসেবে নয়, নির্মাণেও অনন্য কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। এ পর্যন্ত বেশকিছু নাটক পরিচালনা করেছেন তিনি। আত্মবিশ্বাস আর সাহস নিয়ে বিভিন্ন সময় ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন তিনি। হয়েছেন প্রশংসিত। এবার তাকে দেখা গেল মুক্তি যুদ্ধের নাটক নির্মাণে। নাটকের শিরোনাম ‘সালাম কমান্ডার’। নাটকটি লিখেছেন মাসুম রেজা।

নাটকটির প্রসঙ্গে অভিনেতা আবুল হায়াত বলেন, মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করেছি। তবে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে এবার নাটক নির্মাণ করলাম। কমান্ডার সালামকে নিয়ে মূল গল্প। তার বক্তব্য-‘যুদ্ধ করেছি দেশের জন্য, সুবিধা করার জন্য যুদ্ধ করিনি। ’ কিন্তু তার সন্তান, নাতি নাতনিরা চায় সুবিধা নিতে। এটা নিয়ে নাটকের গল্প এগিয়ে যাবে।

‘সালাম কমান্ডার’ নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মৌসুমী মৌ। তিনি বলেন, আবুল হায়াত স্যারের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য আনন্দের। একইসঙ্গে তার মতো গুণী মানুষের নির্মাণে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় আমার জন্য বড় পাওয়া।

আবুল হায়াত ও মৌসুমী মৌ ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন আল মামুন, ফখরুল বাশার মাসুম। মহান বিজয় দিবস উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ