Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ইজতেমার জোড়

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৫:২২ পিএম | আপডেট : ৬:১৬ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় আগামীকাল শুক্রবার শনি রবিবার(১৭,১৮, ও ১৯) এ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় ইজতেমার জোড় । এই ইজতেমার জোড়কে ঘিরে গত একমাস পূর্বে থেকে তাবলীগ জামাত এর সাথীরা বিভিন্ন অঞ্চল হতে এসে চারিয়া এস্তেমার মাঠে পাকা টয়লেট, বিশাল প্যান্ডেলের কাজ সহ ও বিভিন্ন কাজ সম্পন্ন করেছেন, ইতিমধ্যে সকল কাজ সম্পন্ন। আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর পর আমবয়ানের মধ্যে শুরু হবে তাবলীগের কার্যক্রম ।
বিভিন্ন জেলার তাবলীগ জামাতের সাথীরা আসতে শুরু করেছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মোট চারটি এই ধরনের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন তাবলীগ জামাতের মুরুব্বীরা। তার ধারাবাহিকতায় হাটহাজারী চালিয়ে তাবলীগের জোড় আগামীকাল শুক্রবার শনিবার ও রবিবার তিন দিন ব্যাপি । এই জোড় বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকার টঙ্গীর বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সফল করতে বিভিন্ন বিষয়াদি ও তাবলীগ জামাতের সাথীদের নিয়ে তিন দিনব্যাপী এই জড় বৈঠক আয়োজন করে তাবলীগ জামাতের মুরুব্বীরা। চারিয়া চারিয়া ইজতেমার ইতিমধ্যে সকল প্রস্তুতি
শেষ। ঢাকার টঙ্গীতে অনুষ্ঠানতব্য ইজতেমা সফল ও সার্থক করতে করণীয় বিষয় নির্ধারণ করতে এই জোড়ের আয়োজন করা হয় বলে দায়িত্বশীল ও তাবলীগ জামাতের মুরব্বি হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মুফতি জসিম উদ্দিন জানান ।এই জড় বৈঠক চট্টগ্রাম পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম-,কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া ,কুমিল্লা চাঁদপুর সুনামগঞ্জ ,হবিগঞ্জ ,মৌলভীবাজার সিলেট, জেলার আনুমানিক কয়েক হাজার তাবলীগ জামাতের সাথী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মুফতি জসিম উদ্দিন ।, ইতিমধ্যে তারা স্থানীয় প্রশাসনের সকল প্রকার সহযোগিতা কামনা করছেন। এদিকে ইজতেমা সফল করতে ইজতেমা কর্তৃপক্ষ চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে কয়েক শত স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে । পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন ও হাটহাজারীর ফায়ার সার্ভিসের গাড়ি ও মোতায়েন রাখা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ইতিমধ্যে ইজতেমা ময়দানে উপস্থিত রয়েছেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ