Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিরঝিলে জেমস-হাসানের কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৫:১৮ পিএম | আপডেট : ৫:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২১

ঢাকার হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ‘লাল সবুজের মহোৎসব’ চলাকালে দর্শকদের মারামারির ঘটনার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই অনুষ্ঠানের সমাপনী আয়োজনে জেমস, এস আই টুটুল ও হাসানের পরিবেশনা স্থগিত করেছেন আয়োজকরা। আজ (১৬ ডিসেম্বর) সকালে ‘লাল সবুজে মহোৎসব’ ফেইসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পূর্বনির্ধারিত আয়োজন স্থগিত হওয়ায়’ বৃহস্পতিবার সন্ধ্যায় সমাপনী আয়োজনের জেমস, এস আই টুটুল ও হাসানের পরিবেশনা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে গান বাংলা টেলিভিশনের কোনো আয়োজনে তাদের একসঙ্গে পাওয়া যাবে।

তবে কী কারণে তাদের পরিবেশনা স্থগিত করা হয়েছে-তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর আয়োজনে ১৬ দিনের ‘বিজয়ের ৫০ বছর-লাল সবুজের মহোৎসব’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আয়োজনের অংশ হিসেবেই আজ (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবার কথা ছিল কনসার্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ