বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর ডঃ আনোয়ারুল
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ইতিহাস-ঐতিহ্যের ধারক সাবেক মহাকুমা শহর খাগড়াছড়ির রামগড় উপজেলাকে জেলায় উন্নীতকরণ এখন শুধু সময়ের দাবি। মহান মুক্তিযুদ্ধের কথা আসলেই ঐতিহাসিক মুজিবনগর ও খাগড়াছড়ির রামগড় উপজেলার কথা সামনে চলে আসে। আগামী প্রজন্মের কাছে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ইতিহাস বিভাগের ছাত্র ছাত্রীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি।
আজ শনিবার সকাল সাড়ে এগারটায় রামগড় গণ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা ও ছাত্র-ছাত্রীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর ডঃ আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন। তিনি মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে রামগড়ে একটি মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণের গুরুত্ব তুলে ধরেন।
সকাল সাড়ে এগারোটায় রামগড় গণ মিলনায়তনে রামগড় উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও ছাত্র-ছাত্রীদের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, মোঃ সালে আহমদ, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক ছাত্র শান্তনু মহাজন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ডক্টর শামীম হায়দার, প্রফেসর ডক্টর নুরুল ইসলাম, প্রফেসর জমালুল আকবর চৌধুরী, সহযোগী অধ্যাপক ডঃ আনন্দ বিকাশ চাকমা, সহকারী অধ্যাপক রন্টু দাশ,দেবাশীষ কুমার প্রামানিক, জনাব ফারহানা আজিজ।
রামগড়ে শিক্ষা সফরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একশত ছয় জন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।