Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ৭:৫৩ পিএম

গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখার উদ্যোগে বুধবার (১৫ ডিসেম্বর) যশোর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে গ্রামীন আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত বাংলাতেশ গ্রাম পুলিশ বাহিনী সরকারের আদেশ ও নির্দেশ অনুসারে প্রায় ৭০ প্রকারের কাজে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে থাকে। কিন্তু শ্রম অনুযায়ী শ্রমের ন্যায্য মূল্য হতে বঞ্চিত ৪৬ হাজার ৮৭০ গ্রাম পুলিশ সদস্য।

গ্রাম পুলিশ বাহিনী বর্তমানে বেতন একজন দফাদার ৭ হাজার টাকা, মহল্লাদার ৬ হাজার ৫শ টাকা পেয়ে থাকেন। এই টাকা বহন ৫০ শতাংশ বহন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাকি ৫০ শতাংশ বহন করতে হয় ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে। কিন্তু সরকারি ৫০ শতাংমশ নিয়মিত পেলেও অধিকাংশ ইউনিয়ন পরিষদে ৫০ শতাংশ পরিশোধ করতে ব্যর্থ হয়। বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির এই বাজারে নাম মাত্র বেতনে পরিবার পরিজন পরিচালিত করতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগন অক্ষম। আজ তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। একারনে গ্রাম পুলিশ বাহিনীর সদস্য তাদের চাকরি বাস্তবায়নের দাবি জানিয়েছে।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতি ইব্রাহিম মোড়ল, সহসভাপতি জামিল খান, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ঝন্টু। এর আগে তারা একই দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ