প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নিজের একটি গানের কথা অন্য গান থেকে চুরি করার অভিযোগে মামলার মুখে পড়তে যাচ্ছেন মার্কিন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। ২০১৪ সালে প্রকাশিত তার ‘শেইক ইট অফ’ গানটির কথা তিনি ২০০১ সালে প্রকাশিত থ্রিএলডব্লিউ ব্যান্ডের ‘প্লেয়াস গন' প্লে’ শিরোনামের একটি গান থেকে চুরি করেছেন। দুটো গানেই ‘প্লেয়ার্স গনা প্লে’ ও ‘হেটার্স গনা হেট’ শব্দগুচ্ছগুলো রয়েছে।
এর আগে একজন বিচারক এ মামলার আবেদন খারিজ করে দিয়েছিলেন। জেলা জজ মাইকেল ডব্লিউ ফিটজেরাল্ড খারিজ করার কারণ হিসেবে বলেছিলেন গানের ওই কথাগুলো কপিরাইট করার মতো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু দুজন গীতিকার শন হল ও নাথান বাটলার এ রায়ের বিরুদ্ধে আপিল করেন।
আপিল আদালত পুরনো রায় বদলিয়ে নতুন রায়ে বলেছেন সুইফটের বিরুদ্ধে মামলা করা যাবে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ মাইকেল ডব্লিউ ফিটজেরাল্ড এই মর্মে রুল জারি করেন এবং সুইফটের আবেদন প্রত্যাখান করেন।
বিচারক ফিটজেরাল্ড বলেন, “দুটি গানের মধ্যে উল্লেখযোগ্য অমিল থাকলেও দুটির মধ্যে মিলের পরিমাণও বেশ চোখে পড়ার মতো। তাই এই মামলা জুরি পর্যন্ত যাওয়া উচিত।” বিচারক আরও বলেন, “যদিও বাদী-বিবাদী দুই পক্ষই জোরালো যুক্তি দিয়েছেন, কিন্তু বিচারিক প্রক্রিয়ায় যাওয়া উচিত নয় এমন কোনো বিষয় তারা দেখাতে পারেননি।”
উল্লেখ্য, ‘প্লেয়াস গনা প্লে’ এবং ‘প্লেয়ারস, দে গনা প্লে, অ্যান্ড হেটারস, দে গনা হেট’ অংশটুকুর রচয়িতা হলেন শন হল এবং নাথান বাটলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।