রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার তিতাস উপজেলায় গৌরিপুর-হোমনা সড়কের মধ্য আকালিয়া নামক স্থানে রাস্তার পাশে ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধের কারণে আশপাশের লোকজনের বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। এখান থেকে ময়লার ভাগাড় দ্রæত অপসারণের দাবি জানিয়েছেন পথযাত্রী ও আশপাশের লোকজন। গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হোমনা-গৌরীপুর সড়কের মধ্যে আকালিয়া নামক স্থানে রাস্তার পাশে অপরিকল্পিতভাবে বাতাকান্দি বাজারের সকল ময়লা-আবর্জনা এখানে রাখা হচ্ছে। আর এই ময়লা আবর্জনার স্তুপ পচে গলে সারা এলাকায় দুর্গন্ধে ছড়িয়ে যায়। এই রাস্তা দিয়ে লাখ লাখ যাত্রী নিয়ে বাস, মাইক্রোবাস সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করেন। দুর্গন্ধের কারণে তাদেরও শ্বাস নিতে কষ্ট হয়। তারাও দাবি জানান দ্রæত এখান থেকে ময়লার স্তুপ স্থানান্তর করে মানুষের যেন ক্ষতি না হয় অন্য জায়গায় ফালানোর জন্য। দোকানি আল আমিন বলেন, আমি দীর্ঘ কয়েক বছর ধরে এখানে দোকানধারী করি আগে এমন ছিল না, এখানে কয়েক মাস যাবত ময়লা রাখার কারনে দুর্গন্ধে আমরা দোকানদারি ঠিক মতো করতে পারতেছিনা। আমরা এই ময়লাগুলোকে দ্রæত পরিস্কার করার দাবি জানাচ্ছি। পথযাত্রী আনোয়ার হোসেন ও ওসমান গনী জানান, রাস্তার পাশ দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, এখানে আসলেই আমরা দুর্গন্ধ পাই এবং শ্বাস নিতে কষ্ট হয়। আমরা চাই রাস্তার পাশ থেকে দ্রæত ময়লার স্তুপ সরিয়ে অন্য জায়গায় দেওয়ার জন্য। বাতাকান্দি বাজার কমিটির সাবেক সেক্রেটারি নাসির আলম মুন্সী জানান, ময়লা গুলো ফালানোর জন্য অন্য কোনো জায়গা না থাকায় এখানে আপাতত রাখা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে পরিষ্কার করে দেয়া হবে। কুমিল্লা পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক শওকত আরা কলি জানান, বিষয়টা আমি অবগত নই, তবে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলবো ব্যবস্থা নেয়ার জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।