রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নওকুচির গভীর জঙ্গল থেকে অটোচালক হোসেন আলী (৩৫) এর অর্ধগলিত লাশ উদ্ধারসহ হত্যার সাথে জড়িত অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪। গতকাল মঙ্গলবার র্যাব-১৪ এর আভিযানিক দল লাশ উদ্ধার করে। নিহত অটো চালক শ্রীবরদী উপজেলার পৌর শহরের আশরাফ আলীর ছেলে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়া (২৮) ও ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুমেল রানা (৩০)।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, ১ ছেলে ১ মেয়ের বাবা হোসেন আলী তার বড় ভাই ইয়াকুব আলীর ক্রয়কৃত মিশুক অটো রিকশাটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। গত ২৬ নভেম্বর সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে শ্রীবরদী পৌর শহর থেকে যাত্রী নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজি করেও হোসেন আলীকে না পেয়ে ২৯ নভেম্বর তার বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডাইরি করে। ঘটনার কোন কুল-কিনারা না পেয়ে নিহতের স্বজনরা র্যাব-১৪ এর দারস্থ হয়। হোসেন আলীর ব্যবহৃত মোবাইল নম্বরের সুত্র ধরে সুমেল রানা ও সুজনকে গ্রেফতার করে র্যাব। আসামিদের দেয়া স্বীকারোক্তিতে গতকাল সকালে পাহাড়ি জঙ্গঁল থেকে হোসেন আলীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।