Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতির পিতার হত্যার ষড়যন্ত্র এবং কটুক্তি করার অভিযোগ এনে সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে অভিযোগ ।

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৭:২৪ পিএম

১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ষড়যন্ত্র এবং জাতির পিতার ছবি ভাংচুর ও কটুক্তি করার অভিযোগ এনে সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এর বিরুদ্ধে পটুয়াখালী আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর আদালত মামলাটি গ্রহণ করবে কিনা সে বিষয়ে আদেশ প্রদানের তারিখ নির্ধারণ করেছেন।

বাউফল উপজেলার বাউফল ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল হক (৪৬) বাদী হয়ে মঙ্গলবার দুপুরে পটুয়াখালী চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট ২য় আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ৯ ডিসেম্বর ২০২১, শুক্রবার সকাল ১১.৪৫ মিনিটের সময় বাউফল উপজেলা আওয়ামীলীগের দলীয় অফিসে বসে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ নেতাকর্মীদের সাথে আলাপকালে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হওয়ার পর বঙ্গবন্ধুর ছবিতে জুতা ঝাটা লাগিয়ে আনন্দ মিছিল করেছি। তাতেই কিছু হয়নি, আর বাউফল আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা যারা আমার বিরুদ্ধ করে তাদের ডজন খানেক খুন করিলেও আমার (আ স ম ফিরোজ) এর কোন ক্ষতি হবে না।
ওই দিন বাদী সেখানে উপস্থিত থেকে এই কথা শুনে শিউরে ওঠে এবং পরবর্তীতে তিনি ৭৫ সালের সেই ঘটনা সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এর পর গত ১২ ডিসেম্বর ২০২১ তারিখে বাউফল থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এর প্রেক্ষিতে মঙ্গলবার আদালতে অভিযোগ দায়ের করেন।

এই মামলায় স্বাক্ষী হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়িাম সদস্য জাহাংগীর কবির নানক, ১৭৭৫ সালের বরিশাল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান আলতাফ হোসেন ভুলু,বাউফল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজী সহ ১০ জনকে স্বাক্ষী করা হয়েছে।

বাদী পক্ষে আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন এড. মোঃ জাহাংগীর হোসেন এবং এড. সৈয়দ জাহিদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ