বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যা মামলায় পিতা পুত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার বাঁশখালীর সহকারি জজ আদালতের বিচারক মো. মাঈনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার বন বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ কালাম (৬৫) ও ছেলে নেজামের বাড়ি সাতকানিয়া উপজেলায়।
গত ৩০ নভেম্বর বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমণি পাহাড়ে মাটিচাপা দেওয়া একটি হাতির মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিকল্পিতভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতিটিকে হত্যা করা হয়। এ ঘটনায় বন্যপ্রাণীর নিরাপত্তা ও সংরক্ষণ আইনে বন বিভাগের পক্ষ থেকে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়। মামলায় কালাম ও নেজামসহ তিনজনকে আসামি করা হয়। গত একমাসে চট্টগ্রাম-কক্সবাজার মিলে অন্তঃত পাঁচটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে হাতি হত্যার দায়ে প্রথম দু'জনকে কারাগারে পাঠানো হল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।