বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানীপাড়া থেকে রিক্তা বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। রিক্তা বেগম গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়ার মো. জন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, রিক্তা বেগমের সঙ্গে ২০১১ সালে জন মিয়ার বিয়ে হয়। রোববার রাতের খাবার শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে ঘরের দরজার পাশে তীরের (ধর্ণা) সঙ্গে রিক্তার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, এ ঘটনায় রিক্তার বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।