বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বরিশালে চরমোনাই দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) শেষ হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া প্রায় আধঘণ্টাব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। মুসুল্লিদের ক্রন্দনরোল আর আমিন আমিন ধ্বনিতে মাহফিল এলাকায় অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মাহফিলের মাঠ উপচে আশপাশের বাড়ির বাগান, আঙিনা, নদীর পাড়সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে মুসুল্লিরা মোনাজাতে অংশ নেন।
এদিকে চরমোনাই মাহফিলে চারজন মুসুল্লি মারা গেছেন। গত শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে রোববার (১২ ডিসেম্বর) পর্যন্ত মাহফিল কম্পাউন্ডে নির্মিত অস্থায়ী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিল মিডিয়া উপকমিটি সদস্য কে এম শরীয়াতুল্লাহ আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেসন।
শরীয়াতুল্লাহ জানান, তিন দিনব্যাপী চরমোনাই মাহফিলে শুক্রবার বাকেরগঞ্জের আবু হানিফ হাওলাদার (৬৯) ও মাদারীপুরের মো. মামুনের (৪৭) মৃত্যু হয়। এরপর শনিবার চাঁদপুরের তাজুল ইসলাম গাজী (৬২) এবং রোববার পিরোজপুরের কাশেম আলীর (৭৫) মৃত্যু হয়। সবার মৃত্যু হয়েছে চরমোনাই মাহফিল কম্পাউন্ডে মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিতের উদ্দেশে নির্মিত অস্থায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। জানাজা শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।