বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চার সদস্যের পদ বাতিল করা হয়েছে। মক্কেলদের কাছ থেকে টাকা নিয়ে কাজ না করা এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের সদস্যপদ বাতিল করা হয় বলে জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। সোমবার সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। সদস্যপদ বাতিল হওয়া চার আইনজীবী হলেন, শামসুর রহমান, ফয়েজ আলী, কার্তিক চন্দ্র দাশ ও জোবায়ের আহমদ। সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন বলেন, আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেও মামলা পরিচালনা না করে অন্য চাকরির করার অভিযোগে শামসুর রহমানের, অসদুপায়ে মামলার মক্কেলের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ফয়েজ আলীর, জাল সনদ দেওয়ার অভিযোগে কার্তিক চন্দ্র দাশ এবং মামলার নথি থেকে ৩০ কোটি টাকার চেক চুরির ঘটনায় জোবায়ের আহমদের সদস্যপদ বাতিল করা হয়। সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে চারজনের জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের আইনজীবী সনদ বাতিলের জন্য বার কাউন্সিলে সুপারিশ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।