Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আইনজীবী সমিতির ৪ সদস্যের পদ বাতিল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৯:১৫ এএম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চার সদস্যের পদ বাতিল করা হয়েছে। মক্কেলদের কাছ থেকে টাকা নিয়ে কাজ না করা এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের সদস্যপদ বাতিল করা হয় বলে জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। সোমবার সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। সদস্যপদ বাতিল হওয়া চার আইনজীবী হলেন, শামসুর রহমান, ফয়েজ আলী, কার্তিক চন্দ্র দাশ ও জোবায়ের আহমদ। সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন বলেন, আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেও মামলা পরিচালনা না করে অন্য চাকরির করার অভিযোগে শামসুর রহমানের, অসদুপায়ে মামলার মক্কেলের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ফয়েজ আলীর, জাল সনদ দেওয়ার অভিযোগে কার্তিক চন্দ্র দাশ এবং মামলার নথি থেকে ৩০ কোটি টাকার চেক চুরির ঘটনায় জোবায়ের আহমদের সদস্যপদ বাতিল করা হয়। সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে চারজনের জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের আইনজীবী সনদ বাতিলের জন্য বার কাউন্সিলে সুপারিশ করা হয়েছে।



 

Show all comments
  • আসাদ ১৬ ডিসেম্বর, ২০২১, ২:২০ এএম says : 0
    আইনজীবী মোঃ ফয়েজ আলী বিচারকের স্বাক্ষর জাল করে প্রতারণা করায় তার আইনজীবী সনদ বাতিল হয়। ইতিপূর্বে এই প্রতারক আইনজীবী ২০১৪ সালের এপ্রিল মাসে লেডি টিউটর দেওয়ার নামে বিভিন্ন কলেজের ছাত্রীদের নোংরা ছবি তুলে চাঁদাবাজি/ব্লেকমেইল করার দায়ে চট্টগ্রাম ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।পরবর্তীতে ধর্ষণ এর দায়েও সে জেল খাটে। ২০১৪ সালে ডিসেম্বর মাসে সে গরু চুরির দায়ে তার নিজ গ্রাম চান্দনাইশের হারলায় গণধোলাই খায়। ২০১৮ সালে ৩০ জন শিক্ষার্থীর কাছ থেকে ফ্রান্সে নিবে বলে লাক্ষ লাক্ষ টাকা হাতিয়ে নেয়। ২০১৯ সালে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে এবং ভুক্তভোগী ফয়েজ কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটক করে তার টাকা আদায় করে নেয়। প্রতারণার এমন কোনো পথ নাই যে তার অজানা। ভয়ঙ্কর এই প্রতারককের প্রতারণার নিউজ করতে কমেন্ট করে যোগাযোগ করুন।
    Total Reply(0) Reply
  • pihu ১৫ জানুয়ারি, ২০২২, ২:২৮ পিএম says : 0
    আমাদের সাথে একইভাবে টাকা নিয়েছে.আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে চাই.
    Total Reply(0) Reply
  • আসাদ ৩ মে, ২০২২, ৪:০০ এএম says : 0
    আপনার মোবাইল নং দেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ