পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবৈধ ১৮টি বিড়ি ও সিগারেট কারখানা অবিলম্বে বন্ধ এবং তৈরির উপকরণ জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ রফিকুল ইসলাম। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
শেখ রফিকুল ইসলাম জানান, রিটের শুনানি শেষে আদালত অবৈধ বিড়ি-সিগারেট উৎপাদন ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন কেন অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, বন ও পরিবেশ সচিব, শিল্প সচিব,শ্রম ও কর্মসংস্থান সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সারা দেশে ১৮টি অবৈধ বিড়ি-সিগারেট কারখানা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনযুক্ত করে রিট ফাইল করেন মদকদ্রব্য ও নেশা বিরোধী কাউন্সিলের নির্বাহী পরিচালক পারভীন আক্তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।