Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে প্রবাসী ছেলেকে এগিয়ে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আহত ৩

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসী ছেলেকে এগিয়ে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন মা সাবজান বেগম (৬০)। সাবজান বেগমের স্বামীর নাম জৈনউদ্দিন। বাড়ি উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামে।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা নামকস্থানে।
এ ঘটনায় আরও মা ছেলেসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, নিহত সাবজান বেগমের ছেলে শফিক দীর্ঘদিন ধরে সৌদিআরব প্রবাসী। গত তিনমাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। ছুটি শেষে সকালে বাড়ি থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বের হয়ে আসেন শফিক। এসময় ছেলেকে এগিয়ে দিতে মা সাবজান বেগমসহ বাড়ির আর অনেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা নামকস্থানে আসেন। এ সময় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী দ্রুত গতির একটি পিকআপভ্যান (ঢাকা- মেট্রো ন ১৩-১৯০৮) তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সাবজান বেগম মারা যান।
এ সময় আব্দুস কদ্দুছ (৩৬) শাহানাজ বেগম (২৭) ও তার ছেলে রায়হান (১২) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে মির্জাপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মোতালেব বলেন, মামলার প্রস্তুতি চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ