Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটগ্রামে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

লালমনিরহাট জেলা সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকায় ট্রাকের চাপায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকার আমানতুল্ল্যার ছেলে দেলোয়ার হোসেন (২৭), নজরুল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (২৮) ও ফরিদুল ইসলামের ছেলে লাবীব হোসেন (১০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই তিনজন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় বুড়িমারীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও লাবীবের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আব্দুস সাত্তার। এ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ