Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

১০ টাকা কেজি দরের ৩৮০৪ কেজি চালসহ ১টি নৌকা আটক

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মংলা সংবাদদাতা : কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেঃ কমান্ডার এ এম রাহাতুজ্জামান জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড এর একটি অপারেশান দল মংলা পশুর নদীর পশ্চিম পাড়ে দাকোপে লাউডোব এর খুটাখালি বাধ হাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় । অভিযান চলাকালীন অভিযান দলের একটি কাঠের নৌকা সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশী করে এবং উক্ত নৌকায় সরকার হতে ১০ টাকা কেজি মূল্যের ৩৮০৪ কেজি চাল আটক করে । অভিযানকালে কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে পাচারকারিরা পানিতে লাফিয়ে পালিয়ে যায় । পরবর্তীতে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় কিছু অসাধু ব্যবসায়ী ও জনপ্রতিনিধির সমন্বয়ে দুস্থ ও গরীবের চাল তাদের না দিয়ে অবৈধভাবে বিক্রি করছে । উদ্ধারকৃত স্বল্পমূল্যের এই চাল আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ