Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবি

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

‘পরিবেশ দুষণ বন্ধ করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি’ শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন, টাঙ্গাইলে অবৈধভাবে ইটভাটায় গাছের গুড়ি ও কাঠ ব্যবহার করা হচ্ছে। এর ফলে পরিবেশ দুষণের পাশাপাশি সাধারণ মানুষরাও নানান সমস্যার মুখে পড়ছে। তাই দ্রæত সময়ের মধ্যে সকল অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানান।
এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টঙ্গাইল জেলা শাখার সভাপতি ড. এএসএম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ প্রমুখ। এ সময় বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা), সবুজ পৃথীবি, গ্রিন ক্লাব, মানব প্রগতি সংঘ, সেবক, লৌহজং নদী সুরক্ষা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ