Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতি যথেষ্ট আন্তরিক

রাঙামাটিতে দীপংকর তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রতি যথেষ্ট আন্তরিক জানিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের এমপি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য এলাকায় অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। গত ১ যুগ ধরে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। রাস্তা, ঘাট, কালবার্ট ব্রিজ, মসজিদ মন্দির, ধর্মীয় উপাসনালয়সহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ফলে এ সরকারের আমলে পার্বত্য এলাকায় টেকসই উন্নয়ন হচ্ছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। আ.লীগ সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক হওয়ার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে।
গতকাল সোমবার সকালে রাঙামাটি সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কৈইল্লামুড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আ.লীগ সরকার ক্ষমতায় আছে বলেই পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি যথেষ্ট আন্তরিক বলেই শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই আমরা উন্নয়নের ক্ষেত্রে সমান সহযোগিতা পাচ্ছি। তাই বর্তমান সরকারের এ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করতে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি দলমত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এ সময় রাঙামাটি সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সজল চাকমা, বিশষ্টি সমাজ সেবক ও ঠিকাদার জসিম উদ্দিন, সাবেক রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি মো. আলাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দুস্থ ও অসহায় ৪শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দীপংকর তালুকদার এমপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ