Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

উন্নয়নমূলক কর্মশালা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

ঢাকার ধামরাই পৌরসভায় ওরিয়েন্টেশন ওয়ার্কসপ অন কন্ট্রাক ম্যানেজমেন্ট সেকেন্ড সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিআরপি-২) এর আওতায় দিনব্যাপী উন্নয়নমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী পৌর সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। ঠিকাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাবৃন্দ, পিডিএস-২ এর অন্তর্ভুক্ত কনসালটেন্টবৃন্দের উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেসার্স এমসি এলসি কনসুটিয়াম নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২৪ কোটি ১৭ লক্ষ টাকা এ প্রকল্পের কাজ সম্প‚র্ণ হবে। এছাড়াও পৌরসভার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধামরাই মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিপিডি) একেএম নাজিউল্লাহ চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এছাড়াও সুশীল সমাজের ব্যক্তিব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ