রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মধুখালী উপজেলা সেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উপজেলা ভাইসচেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে রেলগেটস্থ উপজেলা আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হতক বকুু। সভায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, রায়পুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাদশা মোল্যা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বাগাট ইউনিয়ন সভাপতি মো. আরিফুর রহমান সুমন, মেগচামী ইউনিয়ন সভাপতি মো. ওবায়দুর রহমানসহ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় যে ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে সর্বশক্তি দিয়ে আ.লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন বক্তাগণ। যে ৪টি ইউনিয়ন পরিষদ ৫ জানুয়ারি নির্বচন অনুষ্ঠিত হবে সেগুলি হলো রায়পুর, জাহাপুর, বাগাট ও কমারখালী ইউনিয়ন পরিষদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।