Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল হসপিটালের ২ ঘণ্টায় ডেলিভারি সেবা মেডিএক্সপ্রেস এখন চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৪:৩৩ পিএম

ডিজিটাল স্বাস্থ্যসেবাদাতা এবং ১৩ লাখেরও বেশি ডাক্তার কনসালটেশন সেবা প্রদানকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডিজিটাল হসপিটাল ঢাকায় সম্প্রতি মেডিএক্সপ্রেস সেবা চালু করে। প্রতিষ্ঠানটি মেডিএক্সপ্রেস সেবার মাধ্যমে রোগীদের দোরগোড়ায় সর্বোচ্চ ৯০ মিনিটের মধ্যে সকল ধরনের ওষুধ পৌঁছে দিয়েছে। এর মাধ্যমে গত কয়েক মাসে ঢাকার ভেতরে পাঁচ হাজারেরও বেশি অর্ডার ডেলিভারি করা হয় এবং ৯৮ শতাংশ ক্রেতা ডেলিভারি নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায়, মাত্র দুই ঘণ্টার মধ্যে সেবা প্রার্থীদের প্রয়োজনীয় সকল ধরনের ওষুধ সরবরাহ করার প্রত্যয় নিয়ে চট্টগ্রামেও মেডিএক্সপ্রেস সেবা চালু করেছে ডিজিটাল হসপিটাল।

ঢাকায় গড়ে মাত্র ৭০ মিনিটের মধ্যে সফলভাবে প্রয়োজনীয় ওষুধ ডেলিভারি প্রদান করে প্রতিষ্ঠানটির নতুন এ সেবাটি। এবং তারা অংশীদার ফার্মেসিগুলোরও একটি বৃহৎ পরিসর অর্জন করতে পেরেছে । তাই বলা যায়, এখন পর্যন্ত মেডিএক্সপ্রেস ঢাকায় ব্যাপকভাবে সফল হয়েছে।

চট্টগ্রামে ওষুধের হোম ডেলিভারি সেবা পেতে হলে ক্রেতাদের এই নম্বরে ০৮০০০১১১০০০ কল করতে হবে এবং ডেলিভারি গ্রহণের সময় প্রেসক্রিপশন দেখাতে হবে। সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ওষুধগুলো রোগীদের বাসায় পৌঁছে যাবে মেডিএক্সপ্রেসের মাধ্যমে।

স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার ফলে, হাসপাতাল ও ফার্মেসিগুলোর মতো কোডিভ-১৯ সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ থেকে মানুষকে রেহাই পেতে এ সেবাটি পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রেতাদের সুরক্ষার কথা চিন্তা করে ওষুধ বিক্রির ক্ষেত্রে সরকারি নীতিমালাগুলো অনুসরণ করার জন্য প্রতিটি ধাপ যাচাই-বাছাইয়ের জন্য বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে ডিজিটাল হসপিটাল।

এ নিয়ে প্রতিষ্ঠানটির হেড অব মেডিকেল সার্ভিসেস ডা. খালেদ হাসান বলেন, “কোভিড-১৯ এর নতুন সংক্রমণের ঢেউকে রুখতে প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। মাস্ক পরিধান ও জনপরিসরে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি আমাদের যতোটা সম্ভব বাইরে না যাওয়াই উচিৎ। কোভিড-১৯ এর নতুন এ ধরনটির সংক্রমণ রোধে অনলাইনে ওষুধ অর্ডার ও চিকিৎসকের পরামর্শ সহায়ক ভূমিকা রাখবে। একটি সুন্দর ও সুস্থ জীবন পরিচালনার জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা নিয়ে আসার মাধ্যমে মানুষের পাশে থাকতে আমরা বদ্ধপরিকর।”

দেশের অন্যান্য মহানগরীগুলোতে মেডিএক্সপ্রেসের সেবা বিস্তৃত করার পাশাপাশি গুণগত মানের স্বাস্থ্যসেবা প্রদানে বেশ কিছু পরিকল্পনাও রয়েছে ডিজিটাল হসপিটালের ।

ডিজিটাল হসপিটালের মাধ্যমে রোগীরা যে কোন জায়গা থেকে যে কোন সময় কল, চ্যাট, ভিডিও কলের মাধ্যমে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে পারবেন। আমি গোল্ড, আমরা গোল্ড, আমি সিলভার, আমরা সিলভার এর মতো প্যাকেজ সুবিধা প্রদান করছে ডিজিটার হসপিটাল; এ সব প্যাকেজের মাধ্যমে আনলিমিটেড চিকিৎসা পরামর্শ গ্রহণ করা ছাড়াও চিকিৎসা ব্যয়ের জন্য কাভারেজ হিসেবে ফ্রি হেলথ ক্যাশব্যাক এর আওতায় একজন গ্রাহকের দুই লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ