বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে। মামলা নং ১৩।
আজ সোমবার খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও খুলনা সদর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১ অক্টোবর রাজধানীতে বিএনপির একটি আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সম্পর্কে কটুক্তি ও কুরচিপূর্ণ মানহানিকর বক্তব্য প্রদান, মিথ্যা তথ্য ও উপাত্ত প্রকাশ করেন মোয়াজ্জেম হোসেন আলাল। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও তিনি বিতর্কিত বক্তব্য দেন। পরে এগুলো ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। মামলার এজাহারে ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন তথ্য প্রকাশ, সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে আলালের বিরুদ্ধে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, এজাহার পাওয়ার পর তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।