Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এ মাস থেকে বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১:২৬ পিএম

চলতি মাস থেকে করোনার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ মাসেই দেওয়া হবে দেড় কোটি ডোজ।

সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘দেশের সীমান্ত ও বিমানবন্দর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জোর দেওয়া হয়েছে। ষাটোর্ধ্ব ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এ পর্যন্ত দুই জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেটার। এছাড়া, এখন পর্যন্ত আর কোনো ওমিক্রন রোগী পাওয়া যায়নি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ