Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি পুনঃবিবেচনার দাবি

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

খুলনায় বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি পুনঃবিবেচনার করার দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তা না হলে তার সমর্থকদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাজপথে নামবেন তিনি। গতকাল রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন নগর বিএনপির সদ্য সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

গত ৯ ডিসেম্বর কেন্দ্র ঘোষিত খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি তাকে ও তার অনুসারীদের। কেন্দ্র ঘোষিত আংশিক কমিটিতে তাকে সরিয়ে নগর আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুল আলম মনাকে। এছাড়া তরিকুল ইসলাম জহিরকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। নেপথ্যে থেকে সাবেক দুই ছাত্রনেতা খুলনায় তাদের আধিপত্য বজায় রাখতে এ কমিটি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
সংবাদ সম্মেলনে মঞ্জু দাবি করেন, দলের শতকরা ৯০ ভাগ নেতাকর্মী, পাঁচটি থানা, ৩১টি ওয়ার্ডের নেতারা তার সাথে আছেন। দলের সর্বস্তরের নেতাকর্মী সাথে নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আন্দোলনের পাশাপাশি কেন্দ্র ঘোষিত আহŸায়ক কমিটি পুনর্বিবেচনায় সংগ্রাম করবেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জাসমান মনি, অ্যাডভোকেট বজলার রহমান, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ মুশাররফ হোসেন, আব্দুল জলিল খান কালাম, মীর কায়সেদ আলী, অ্যাডভোকেট এস আর ফারুক, অধ্যক্ষ তারিকুল ইসলাম, এসএম আরিফুর রহমান মিঠু, আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দীপু, সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়সার ও গিয়াসউদ্দিন বনি, অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু ও গোলাম মওলা, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, রবিউল ইসলাম রবি, কাউন্সিলর মাজেদা খাতুন, নজরুল ইসলাম বাবু, কেএম তরিকুল্লাহ্, শামসুজ্জামান চঞ্চল ও সেখ কামরান হাসানসহ বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ