Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধ করাতকল উচ্ছেদ

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৭ এএম

টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া রেঞ্জের কালিদাস বিটাধীন কালিদাস বাজারে গত শনিবার দুইটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে বনবিভাগ। টাঙ্গাইল বনবিভাগের সহকারি বনসংরক্ষক মুহাম্মদ জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে হতেয়া রেঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হতেয়া রেঞ্জ অফিসার আব্দুল আহাদ, কালিদাস বিট অফিসার মো. মোস্তানুর রহমানসহ অন্যান্য বিটের বিট অফিসার, বনপ্রহরীগণ উপস্থিত ছিলেন। কালিদাস বিট অফিসার মো. মোস্তানুর রহমান বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা বাতিল হওয়ায় অবৈধ করাতকল উচ্ছেদ করা হচ্ছে। হতেয়া রেঞ্জ অফিসার আব্দুল আহাদ বলেন, হতেয়া রেঞ্জের আওতাধীন সকল অবৈধ করাতকল উচ্ছেদ করা হবে। টাঙ্গাইলের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মুহাম্মদ জামাল হোসেন তালুকদার বলেন, অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ